তিতাসে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ


 প্রতিনিধি।।
‘ঠিকানার খোঁজে, শিকড়ের সন্ধানে’ বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।”
এই শ্লোগানকে সামনে রেখে তিতাস উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি “(তিউসেক)”র আয়োজনে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি চলছে।

inside post

শুক্রবার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি লতিফনগর তিতাস ক্যামব্রিয়ান স্কুল ক্যাম্পাসে এবং দুপুরে আসমানিয়া বাজারে একই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বৃক্ষরোপন শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র আহবায়ক মো. সাজ্জাদ হোসেন সজীব সরকারের সভাপতিত্বে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন, সমাজকর্মী মোঃ আলী আশরাফ খান।
তিউসেক এর সদস্য সচিব মো.বশির আহমেদ সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিবেশবিদ ও কৃষিবিদ অধ্যক্ষ মতিন সৈকত, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম স্বপন,বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবদুল লতিফ সরকার, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা হালিম সৈকত, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের দপ্তর সম্পাদক তৈয়ব আলী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মহিউদ্দিন রিপন,কবি সুমন রায়হান,জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো.ইকরাম সরকার, তিতাস ক্যামব্রিয়ান স্কুলের সহকারী শিক্ষক মো.আকরাম হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি ( তিউসেক)’ যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, কার্যক্রমে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, তিউসেক এর সদস্যবৃন্দের মধ্যে হাসান, নাজমুল, সাকিব,সাফি, সারোয়ার, স্বেচ্ছাসেবক ও স্কুলের শিক্ষার্থীরা।
দ্বিতীয় পর্বে আসমানিয়া বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ। বিশেষ অতিথি ছিলেন, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ ছবির হোসেন, নবধারা সংগঠনের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ শাহাবুদ্দিন, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ সেলিম সবুজ, দুলরামপুর ইয়াং বেঙ্গল সোসাইটির সভাপতি মোঃ রকিব উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন