তুচ্ছ ঘটনায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম

প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে তুচ্ছ ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে এই ঘটনা ঘটে। এতে শুক্রবারও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় লোকজন জানান, বেশ কিছুদিন আগে ঐ গ্রামের আওয়ামী লীগ নেতা বেলাল মেম্বারের বাড়ির পাশে স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানান। টানানো ব্যানারটি কেউ ছিঁড়ে ফেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনাস্থলে গিয়ে গালমন্দ করেন। এসময় ঘরে ফিরছিলেন ছুটিতে আসা বেলাল মেম্বারের ভাই পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন। টর্চের আলো দূর থেকে এমরানের চোখে পড়লে এনিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কনস্টেবল সাদ্দামের বাড়িতে হামলা চালানো হয়। কনস্টেবল সাদ্দামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
কনস্টেবল সাদ্দাম সাংবাদিকদের জানান,কোন কারণ ছাড়াই এমরানের নেতৃত্বে ২০-২২জন তাদের পরিবারের ওপর হামলা চালায়। এতে তিনিসহ তাদের পরিবারের ৫জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে বক্তব্য নেয়ার চেষ্টা করে ফোনে এমরান হোসেনকে পাওয়া যায়নি।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, পুলিশ ও সেনাবাহিনী ঐ এলাকায় অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
