জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, ত্রাণ সামগ্রী সুষম বণ্টনের জন্য সমন্বয় প্রয়োজন। এ ব্যাপারে সরকারি- বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা সমূহকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বন্যা এ বছর কুমিল্লায় যে ক্ষতি করেছে তা অবর্ণনীয়। এখনও ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট পুননির্মান সম্ভব হয় নি। জলাবদ্ধতা দূরীকরণ না করতে পারলে চাষাবাদ সম্ভব নয়। যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের সবাইকে পুনর্বাসন করা যায়নি। এসব কাজ যত দ্রুত সম্ভব করা প্রয়োজন। ভোট কেন্দ্রিক নয় জনমুখী প্রকল্প গ্রহণ করতে হবে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য দেয়াকালে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) পন্কজ বড়ুয়া, সিভিল সার্জন ডা.নাসিমা আকতার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী, জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুবসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।