দুর্ঘটনা ও দুর্যোগে মানুষের পাশে থাকবে কুমিল্লার শিক্ষার্থীরা 

১০০ শিক্ষার্থী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ার কোর্সের সনদ গ্রহণ করেছে

inside post

আবু সুফিয়ান রাসেল।।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সচেতনতা তৈরি, দুর্ঘটনা ও দুর্যোগে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণ, অগ্নি নিরাপত্তা ও উদ্ধার বিষয়ক মৌলিক প্রশিক্ষণের আয়োজন। ২৪ ঘন্টা প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দূর্যোগে বিপদগ্রস্থ মানুষের পাশে থাকার প্রতিষ্ঠান বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গতকাল কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ার কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান বক্তারা এসব কথা বলেন।

সনদ গ্রহণ করছেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বশির আহম্মেদ

কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন আবু সুফিয়ান রাসেল, বশিরা রশিদ, স্নেহা সাহা, আবু তাহের।  প্রশিক্ষণে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, সোনার বাংলা কলেজ, কুমিল্লা আইডিয়াল কলেজ, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপ, ইয়েস গ্রুপ, কুমিল্লা মর্ডান হাই স্কুল এর ১০০ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ার কোর্সের প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রাহেলা আক্তার জ্যোতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থী স্নেহা সাহা দেশের গানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

আরো পড়ুন