দেড় ঘন্টার পথ যেতে হয় ৫ঘন্টায়!

বেহাল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক

মহিউদ্দিন মোল্লা ।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা অংশের ৪০কিলোমিটার সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। এতে যানজটে দেড় ঘন্টার পথ যেতে সময় লাগে ৫ঘন্টা। সড়কের এমন দুরাবস্থার জন্য ভাঙ্গা সড়ক,সড়কের ওপরে বাজার,অবৈধ পার্কিংকে দায়ী করেছেন পরিবহনের চালক ও যাত্রীরা।
সরেজমিন গিয়ে দেখা যায়,এই সড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজার,কালিকাপুর বাস স্টেশন এলাকা, দেবিদ্বার উপজেলার ফুলগাছতলা থেকে মাটিয়া মসজিদ, ভিংলাবাড়ি থেকে কোম্পানীগঞ্জ বাজারের আগের গোমতীর বাঁধ এলাকায় সড়কের অবস্থা খুবই খারাপ। এছাড়া সড়কের ওপরে দৈনিক কাঁচাবাজার, হকার মার্কেট এবং সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, মাইক্রোবাস স্ট্যান্ড রয়েছে। এসব কারণে বেহাল সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সড়কের গর্তে কোথাও ইট ফেলা হলেও বৃষ্টিতে তা সরে গেছে। কাদাপানিতে একাকার মহাসড়ক। মহাসড়ক যেন বোরো ধানের জমি! সেই গর্তে গাড়ি পড়ে হেলেদুলে চলছে। ছোট যান উল্টে গিয়ে যাত্রীরা আহত হচ্ছেন। গতি কমে সৃষ্টি হচ্ছে যানজট। প্রায় সময় গর্তে বিকল হয়ে পড়ছে ট্রাক ও লরি। এতে মহাসড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
বাস চালক বাস মোয়াজ্জেম হোসেন জানান,সিলেট চাতক থেকে কুমিল্লা রওয়ানা হয়েছেন। পুরো পথ যেতে ৬ঘন্টা লাগার কথা। কংশনগর এসেছেন ১৪ঘন্টায়। ভাঙ্গা সড়ক ও সড়ক দখলের কারণে যানজট বেড়েছে।
স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান,গিয়াস উদ্দিন ও জামাল হোসেন বলেন, কুমিল্লা অংশের বেশি দুর্ভোগ লাগে বুড়িচং উপজেলার কংশনগর বাজারে। এখানে সকাল ৭টা থেকে রাত ১২টায়ও যানজট থাকে। কোন নিয়ম কানুন কেউ মানেন না। দোকানপাট সব সড়কের ওপরে। পার্কিংও সড়কের ওপরে। ভাঙ্গা সড়ক ও অবৈধ পার্কিংয়ে সড়ক বন্ধ হয়ে যায়। এই এলাকায় প্রবেশের আগে যাত্রীরা যানজট থেকে মুক্তি পেতে দোয়া পড়া শুরু করেন।
মাধবপুর আলহাজ¦ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম ও ইউসুফপুর এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ সড়কের আমরা নিয়মিত যাত্রী। যেখানে দেড় ঘন্টা লাগার কথা সেখানে আড়াই ঘন্টা সময় লাগছে। যানজট দীর্ঘ হলে তা ৫ঘন্টায় পৌঁছে। সড়কের এমন খারাপ অবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী,চাকরিজীবী ও সাধারণ মানুষ। মানুষের দুর্ভোগ কমাতে সড়ক সংস্কার ও দখল উচ্ছেদ করতে হবে।
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভ‚ঁইয়া বলেন, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা অংশের খারাপ অবস্থার বিষয়ে আমরা অবগত রয়েছি। আমরা শীঘ্রই দেবিদ্বার ও কংশনগর এলাকায় ভাঙ্গা অংশে ঢালাইয়ের কাজ করবো। সড়কের বড় আকারের সংস্কার করতে আরো কিছু সময় লাগবে বলেও তিনি জানান।