দেবিদ্বারে মা-ছেলে-ভাতিজা ও ভাসুরসহ এক পরিবারের পাঁচ প্রার্থী

 

inside post

মোহাম্মদ শরীফ।
কুমিল্লার দেবিদ্বারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ইউনিয়ন থেকে প্রার্থী হয়েছেন মা-ছেলে-ভাতিজা ও ভাসুর। পাঁচজন প্রার্থীই প্রতীক সংগ্রহ করেছেন। ৬নং ফতেহাবাদ ইউনিয়নে শাহনাজ পারভীন নৌকা প্রতীকে নির্বাচন করছেন। শাহনাজ পারভীনের সৎ ছেলে আল মামুন (বাবু) স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটিপাতা প্রতীকে মাঠে আছেন। এছাড়া শাহনাজ পারভীনের ভাসুর আবদুস সালাম খন্দকার একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি নির্বাচন করছেন আনারস প্রতীকে। আবদুস সালাম খন্দকারের দুই পুত্র ও শাহনাজ পারভীনের ভাতিজা খন্দকার ফখরুল ইসলাম ও খন্দকার মজিবুর রহমান কাপ-পিরিচ ও মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

স্থানীয়রা জানান, ‘পারিবারিক দ্বন্দ্বে একই পরিবারের পাঁচজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। তবে বাবার সুবিধার জন্য নামে মাত্র প্রার্থী হয়েছেন সালাম চেয়ারম্যানের দুই ছেলে।’

স্বতন্ত্র প্রার্থী আল মামুন মায়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগে গত মাসে সংবাদ সম্মেলন করেন। এই দিকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবদুস সালাম খন্দকার। ভাসুর আবদুস সালাম খন্দকারের সাথে পারিবারিক দ্বন্দ্ব থেকেই শাহনাজ পারভীন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। অপরদিকে পিতার সুবিধার্থে প্রার্থী হয়েছেন আবদুস সালাম খন্দকারের দুই পুত্র খন্দকার ফখরুল ইসলাম ও খন্দকার মজিবুর রহমান।

এদিকে পারিবারিক দ্বন্দ্বে নির্বাচনে নৌকা প্রতীক ডুবে যাওয়ার আশঙ্কা করছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা।

সাবেক চেয়ারম্যান আবদুস সালাম খন্দকারের ছেলে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী খন্দকার ফখরুল ইসলাম বলেন, ‘প্রতীকের সুবিধার্থে আমরা মনোয়ন জমা দিয়েছিলাম। এখন বাবা শুধু নির্বাচন করবেন। তাঁর হয়ে আমরা কাজ করবো।’

শাহনাজ পারভীনের সৎ ছেলে দুটিপাতা প্রতীকের প্রার্থী আল মামুন বলেন, ‘ ওনি (শাহনাজ) আমার ভাগের সম্পত্তি বিক্রি করে দেড় কোটি টাকা খরচ করে প্রতীক এনে নির্বাচন করছেন। আমি কোন দ্বন্দ্ব থেকে নির্বাচন করছি না। জনগণ চাইছে তাই মাঠে নেমেছি।’
এই বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী শাহনাজ মোস্তফার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার সব রকম প্রস্তুতি আমরা নিচ্ছি।’

প্রসঙ্গত, ৬নং ফতেহাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকে লড়ছেন ১৫ জন প্রার্থী। যা উপজেলার মধ্যে সর্বোচ্চ। ৭ ফেব্রুয়ারি ৭ধাপে অনুষ্ঠিত হবে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন।

আরো পড়ুন