ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ দেবিদ্বারের শিক্ষার্থীদের


প্রতিনিধি
সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন, নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে দেবিদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়কে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার দেবিদ্বার মুক্তিযুদ্ধ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।
শুরুতে শিক্ষার্থীরা সুজাত আলী সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের অনেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। তাঁরা স্লোগান দেয় ‘তুমি কে আমি কে- আছিয়া আছিয়া’, ‘ধর্ষকের সাজা একটাই, মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান দেয়।
এসময় বক্তব্য রাখেন, কাজি সাফরিন জোহা, সাকিবুল ইসলাম, সাইদুল ইসলাম, রাকিবুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ‘পুরো বাংলাদেশটাই অনিরাপদ হয়ে পড়েছে। আমরা নিরাপদ বাংলাদেশ চাই। এমন বাংলাদেশের জন্য আমাদের ভাই-বোনেরা রক্ত দেয়নি। আমরা একটি নিরাপদ বাংলাদেশের জন্য বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছি।’ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশু আছিয়া ধর্ষণের আসামিদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।