নগরীতে মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু
অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। রবিবার (১ আগস্ট) এ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র মো. মনিরুল হক সাক্কু।
নগরীর সূত্রমতে,মশক নিধনের প্রথম দিনে মুন্সেফ কোয়ার্টার,বিষ্ণুপুর, ছোটরা পশ্চিম ছোটরা মধ্য পাড়া, শাসনগাছা ডাক বাংলা,বাদশাহ মিয়ার বাজার, কাপ্তান বাজার বেপারী পুকুর, কাউন্সিলর গলি, মোগলটুলি, পুরাতন চৌধুরী পাড়া,শাহ সুজা মসজিদ রোড, শুভপুর, মরানদীর পাড়, হিন্দু পাড়া, ঠাকুরপাড়া, বিসিক শিল্প নগরী, অশোকতলা, ঠাকুরপাড়া বাগান বাড়ি,মদিনা মসজিদ রোডসহ নগরীর বিভিন্ন স্থানে ফগার মেশিন ও স্পে মেশিনে মশক নিধন করা হয়।
এ বিষয়ে মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, চলতি মাসের ৩১ তারিখ পর্যস্ত নগরীর ২৭টি ওয়ার্ডে মশক নিধন অভিযান চলবে। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধনের এ অভিযান। একই সাথে সকলের নিকট অনুরোধ থাকবে আপনারা নির্ধারিত স্থানে ময়লা ফেলুন। আমরা সবাই সুস্থ থাকতে চাই।