`নাজমা আহমেদ মেধাবী ও প্রাণচঞ্চল শিক্ষক ছিলেন’
স্মরণসভায় বক্তারা
প্রতিবেদক।।
যাত্রিক নাট্যগোষ্ঠী আয়োজিত নাজমা আহমেদ স্মরণসভায় বক্তারা বলেছেন, অধ্যাপিকা নাজমা আহমেদ একজন মেধাবী ও প্রাণচঞ্চল শিক্ষক ছিলেন। তিনি ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও পরিশ্রমী তথা কর্মঠ মানুষ। তিনি যাত্রিক নাট্যগোষ্ঠীর সহসভাপতি ছিলেন। যখন যে দায়িত্ব পেতেন তা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতেন। তিনি মুক্তবুদ্ধির চর্চা করতেন এবং অন্যদের মুক্তবুদ্ধির চর্চা করতে উদ্বুদ্ধ করতেন। বক্তারা প্রয়াত নাজমা আহমেদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান। গতকাল কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
বক্তব্য রাখেন ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, লেখক গোলাম ফারুক, সাবেক কালচারাল অফিসার বশীর উল আনোয়ার, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় উপাধ্যক্ষ মোস্তাক আহাম্মদ, যাত্রিক নাট্যগোষ্ঠীর উপদেষ্টা প্রবীণ নাট্যশিল্পী হাসিম আপ্পু, কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি গোলাম ফারুক, অধ্যক্ষ আয়না বেগম, অধ্যাপক আবদুস সালাম, অধ্যাপক দিলারা আফরোজ, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কামরুল রশিদ প্রমুখ।
অনুভূতি প্রকাশ করেন প্রয়াত নাজমা আহমেদের স্বামী ডা. মোঃ ফারুক আহমেদ।