নামাজ পড়া শিশুদের সাইকেল দিলেন মোশতাক ফয়েজী

 

inside post

প্রতিনিধি।।
কুমিল্লা লালমাইয়ের টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়ের জন্য বাই সাইকেল উপহার পেলো ভাটরা পূর্বপাড়ার ৬ শিশু-কিশোর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা পূর্বপাড়া প্রবাসী ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়। ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের তাফসীরুল কুরআন মাহফিলে নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী শিশু- কিশোরদের হাতে বাইসাইকেল উপহার তুলে দেন।

আয়োজকেরা জানান,ভাটরা পূর্ব পাড়ার শিশু কিশোরদের মসজিদমুখী ও নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উদ্যোগে ৪০দিন জামাতে নামাজ পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামের ৭০ জন শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদেরকে চল্লিশ দিনের সালাত পর্যবেক্ষণের মাধ্যমে ৬ জনকে বাই সাইকেল পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য প্রতিযোগিদের ১৮ হাজার টাকার পুরষ্কার দেয়া হয়।

বিশিষ্ট রাজনীতিবিদ মো. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন মুফতি মো. নুরুল আলম সিদ্দিকী, লালমাই যুব বিভাগের সভাপতি মু. কামাল হোসেন, মো. মোবারক হোসেন ও মনিরুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন