পাঞ্জাবি- শাড়ি পরে রিকশায় কুবির বাংলার শিক্ষার্থীদের বিদায়

 

inside post

অফিস রিপোর্টার।।

বিশ্ববিদ্যালয়ে শেষ দিন। দিনটি স্মরণীয় করে রাখতে বাঙ্গালিয়ানা ধারণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের শেষদিন রিক্সায় চড়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন ওই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীরা। যাত্রী হিসেবে ছেলেরা সেজেছিলেন পাঞ্জাবি-পাজামায়, মেয়েরা শাড়িতে। ক্যাম্পাস ছাড়ার আগে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে ছেলে-মেয়ে যুগলবন্দি যাত্রীর রিক্সা র‌্যালি। শেষদিন উদযাপনের স্লোগান নির্ধারিত করেছেন ‘ভিন্ন নামে একই খামে, জড়ো হলাম সাতকাহনে।’

বিদায়ী শিক্ষার্থী নূর উদ্দিন রাসেল বলেন, আমাদের এক বন্ধুর জন্মদিন উদযাপনের সময় হুট করেই আমাদের কয়েকজনের মাথায় রিক্সা নিয়ে আসার প্ল্যান আসে। এছাড়া আমরা বাংলা সাহিত্যে পড়াশুনা করেছি। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের সবসময় আবেগতাড়িত করে। প্রযুক্তির আধুনিকায়নের প্রভাবে বাংলাদেশের অনেক জায়গায়ই এখন রিক্সা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আমাদের নিজেদের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরাই ছিল মূল প্রচেষ্টা। রাসেল আরও বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রিক্সায় চড়ে ঘুরা একটু দুঃসাধ্য। সেই জন্য আমাদের প্রচেষ্টা ছিল সব বন্ধুরা মিলে ক্যাম্পাসে একসাথে রিক্সায় চড়ে বিদায় নিব। এর আগে প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার দেখা, ফানুস উৎসবসহ বিভিন্ন আয়োজনে মেতেছিলো বিদায়ী শিক্ষার্থীরা।

আরো পড়ুন