পিছিয়েছে কুসিক নির্বাচন, নিযুক্ত হচ্ছেন প্রশাসক

স্টাফ রিপোর্টার

inside post

নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বৈঠকেই কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তপসিল ঘোষণার গুঞ্জন থাকলেও তা শেষ পর্যন্ত পিছিয়ে গেছে। চলতি মাসের শেষের দিকে নির্বাচন কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এতে নির্বাচন ২০ জুনের মধ্যে হতে পারে বলে জানা গেছে। নির্বাচন পিছিয়ে যাওয়ায় কুসিকে প্রশাসক নিযুক্ত হতে পারেন। মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।

কুসিক সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩০ মার্চ সর্বশেষ কুসিক নির্বাচন হয়েছিল। এতে মেয়র পদে নির্বাচিত হন মো. মনিরুল হক সাক্কু। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে। এক্ষেত্রে আগামী ১৬ মের মধ্যে ভোটগ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে গেছে। কুসিক নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। তাই ইভিএমের জন্য প্রস্তুতির বিষয় আছে। সে জন্য এটি ১৬ মে’র মধ্যে করা যাচ্ছে না। এজন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে এটি ২০ জুনের মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হচ্ছে না, তাই মেয়াদান্তে প্রশাসক নিয়োগের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবে।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুদকার বলেন, কুসিকের ২৭টি ওয়ার্ডের পৃথক ভোটার তালিকা প্রণয়ন করাসহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আমাদের রয়েছে। ইসি নির্বাচনের তপসিল ঘোষণা করলে সেক্ষেত্রে নির্বাচন সম্পন্ন করতে কোন সমস্যা হবে না। বর্তমানে এ সিটিতে ২ লাখ ৩২ হাজার ভোটার রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালে দুটি পৌরসভাকে (কুমিল্লা ও সদর দক্ষিণ) একীভূত করে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি এ সিটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও মেয়র পদে নির্বাচিত হন মো. মনিরুল হক সাক্কু।

আরো পড়ুন