বাড়ির উঠানে তিন মেছবাঘ শাবক

প্রতিনিধি।।
বাড়ির উঠানে ঘুরছে তিন মেছবাঘের শাবক। সাথে আছে তাদের মা। শাবক গুলোর মা স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায়। এই প্রাণী গুলোর দেখা মিলে কুমিল্লার বরুড়ায়। মঙ্গলবার (০৪ মার্চ) বরুড়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়ির উঠান থেকে শাবক গুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা কাজী আব্দুল হাশেম মাস্টারের বাড়িতে বিকেলের দিকে তিনটি শাবক ও একটি বড় মেছবাঘ আসে। তারা মোল্লা বাড়ির উঠানে ঘুরাঘুরি করছিল। এসময় স্থানীয়রা বড় মেছবাঘটি দেখে ভয় পেয়ে যায়। স্থানীয় ছেলেরা ধরতে গেলে বড় মেছবাঘটি পালিয়ে যায়। কিন্তু শাবক গুলোকে আটক করে জনতা। এখন সেগুলো হাশেম মাস্টারের ঘরে খাচায় রাখা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। এগুলো উদ্ধার করে আনবো। আমরা উপযুক্ত জায়গায় সে গুলো অবমুক্ত করবো। তিনি বলেন, এগুলো বিড়ালেরই একটি জাত। এই ধরনের বিড়াল এখন দেখা যায়না। মূলত তারা গ্রামের জঙ্গল বা ঝোঁপে বসবাস করে। হাঁস, মুরগি ধরে খায়। তবে খাবারের সন্ধানে মাঝে মাঝে তারা লোকালয়ে বেরিয়ে পড়ে। এগুলো কিছুটা হিংস্র প্রজাতির হয়।

inside post
আরো পড়ুন