বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ : আহত ১০

 

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার লাকসাম পৌরসভার আওয়ামী লীগ দলীয় দুই কাউন্সিলরের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় নারী পুরুষসহ ১০জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।

 

লাকসাম পৌরসভার গত নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদারসহ একাধিক হামলার শিকার নেতাকর্মী জানান, এত দিন হামলা করেছে আমরা কোন মিছিল বা মিটিং করলে এই অজুহাতে। কিন্তু বৃহস্পতিবার রাতে কোন রকম কারণ ছাড়াই হামলা চালিয়েছে।

লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মনসুর আহমদ মুন্সি ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চুর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত দফায় দফায় হামলা, লুটপাট ও ভাংচুর চলে। এ সময় পৌরসভার উত্তর পশ্চিমগাঁও, পেয়ারাপুর, মৌলভীপাড়া, কাজীপাড়া, ঠাকুরপাড়াসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ আক্রমণ চালায় বলে ভুক্তভোগীরা জানায়।

এ সময় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিককে আহত করে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও সাবেক যুবদল নেতা মাহবুবুল হক মন্টু, জেলা যুবদল নেতা নাজমুল হাসান, পৌরসভা ছাত্রদল নেতা নাজমুল হাসান রনি, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিলন, বিএনপি নেতা সাদেক হোসেন, পৌর যুবদল নেতা আবুল বাশার, মিন্টু প্রবাসী সোলেমানসহ বেশ ক’জন নেতাকর্মীদের বাড়ি ভাংচুর ও লুটপাট করে। ভাংচুর ও লুটপাট করা হয় যুবদল নেতা সফি উল্লাহর দোকান। এসময় বিএনপি নেতা আমিনুল রহমান সোহেল, শামসুল হক সামু, ছাত্রদল নেতা জাফর আহমদ, পাখি আকতার আহত হন।

এই বিষয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের আওয়ামীলীগ দলীয় কাউন্সিলর মনসুর আহমেদ মুন্সি বলেন, এই ধরনের কোন ঘটনা ঘটছে বলে আমার জানা নেই। হামলা হয়েছে বলে যেই এলাকা গুলোর নাম বলেছে সেই এলাকা গুলো আমার ওয়ার্ডে পড়েছে। কিন্তু এতবড় হামলা হলো তারা স্থানীয় কাউন্সিলর হিসেবে আমাকেতো জানাতে পারতো। কিংবা ৯৯৯ এ ফোন করতে পারত। আপনার ও বাচ্চু কাউন্সিলরের নেতৃত্বেই হামলা হয়েছে বলে অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিএনপি এই অভিযোগ করেছে ।

হামলার অপর অভিযুক্ত লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু বলেন, অভিযোগ মিথ্যা। এখন তো ভাই ভাইয়ে গন্ডগোল হলেই বলে আওয়ামী লীগ বিএনপি বা জামায়াতের গন্ডগোল।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। হামলার কথা শুনিনি।