বিজয়নগরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু ঘটলো মাদ্রাসাছাত্র মাজিদুল ইসলামের (১০)। বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে ঘটে এই মর্মান্তিকতা। নিহত মাজিদুল মনিপুর চেয়ারম্যান বাড়ির এমদাদ বারীর ছেলে এবং জেলা শহরের পশ্চিমমেড্ডা মাহফুজুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
নিহতের পরিবার, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু মাজিদুল ইসলাম বুধবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সাথ গোসল করতে যায়। একপর্যায়ে সবার অলক্ষ্যে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে পুকুরের তলা থেকে মাজিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক জানান, ‘শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে সাফোকেশন হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’
আরো পড়ুন