বিশেষ জনগোষ্ঠীর অবস্থার উন্নয়নে উপকরণ বিতরণ

গতকাল মঙ্গলবার প্রত্যয় উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে “বিশেষ শ্রেণি (মুচি/ঋষি) জনগোষ্ঠীর অবস্থার উন্নয়ন কর্মসূচি” অনুষ্ঠানটি সংস্থার পুরাতন চৌধুরীপাড়াস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কুমিল্লার গাংচর রোড ও শাসনগাছায় বসবাসকারী বিশেষ শ্রেণির ২৩টি পরিবারকে তাদের স্ব-স্ব পেশার উপযোগী উপকরণ বিতরণ করা হয়। বিশেষ করে উপকারভোগীদের মাঝে জুতা, জুতা তৈরির সরমঞ্জাম, নতুন জুতার বাক্স, সেলুন দোকানের সরঞ্জাম, মুদি, ষ্টেশনারী, হরেক রকমের মালামাল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদশ সদর উপজেলা নির্বাহী অফিসার  রোমেন শর্মা। সভাপতি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলনাশিঁ মোহসেন, পেইজ ডেভলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের কো-অর্ডিনেটর শামীমা আক্তার জাহান, প্রত্যাশার নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, এসডিএ-কুমিল্লা এর নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির ও সাংবাদিক ওমর ফারুকী তাপস।
 এছাড়া বক্তব্য প্রদান করেন দিয়ার নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আনিসুর রহমান চৌধুরী।-প্রেস বিজ্ঞপ্তি।