‘বিশ্বে পল্লী উন্নয়নে পুরোধা ব্যক্তিত্ব ড. আখতার হামিদ খান’

 প্রতিনিধি।।
কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা ড.আখতার হামিদ খানের ১১১তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘ড. আখতার হামিদ খানের ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার (১৫ জুলাই) বার্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্ড মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সারা বিশ্বে পল্লী উন্নয়নে পুরোধা ব্যক্তিত্ব ড. আখতার হামিদ খান। তাঁর নেতৃত্বে বার্ডের উদ্ভাবিত ‘দারিদ্র্য বিমোচনে কুমিল্লা মডেল’ সারা বিশ্বে সমাদৃত। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক সালাহ উদ্দিন ইবনে সাঈদ। জন্মবার্ষিকী ড. আখতার হামিদ খানের ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করা হয় । পরে বার্ড জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বার্ডের সহকারী পরিচালক আব্দুল্লা-আল-মামুন। এসময় প্রবীণ সমবায়ী, বার্ডের প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ সমবায় একাডেমির উপাধ্যক্ষ, বর্তমান অনুষদ সদস্য, একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য- ড.আখতার হামিদ খান ভারতের আগ্রায় ১৯১৪সালে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় সিভিল সার্ভিসের ১৯৩৬ ব্যাচের কর্মকর্তা ছিলেন। সিভিল সার্ভিসের চাকুরির ছেড়ে ১৯৫০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষের দায়িত্ব নেন। ১৯৫৮ সালে তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পল্লী উন্নয়নের উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৫৯ সালে তিনি কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করেন। পল্লী উন্নয়নে তাঁর অগ্রণী ভূমিকার জন্য তাঁকে সিতারা-ই-পাকিস্তান (১৯৬১) প্রদান করা হয়। ১৯৬৩ সালে তাঁর কুমিল্লা মডেলের জন্য এশিয়ার নোবেল পুরস্কার খ্যাত ‘র‌্যামন ম্যাগসেসাই পুরস্কার’ পান। ১১৯৯৯সালের তিনি মারা যান।

inside post
আরো পড়ুন