ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা সেন্টারে চুরি

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (০৭ আগস্ট) সকালে জেলা শহরের খৈয়াসার-বিরাসার সড়কের ওই অফিসটি খোলার পরই বিষয়টি নজরে আসে। এই ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর শহরে চারটি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খৈয়াসারস্থ ভারতীয় ভিসা সেন্টারের সংশ্লিষ্ট স্টাফ এবং পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে ভিসা আবেদন কেন্দ্রের পেছনের গ্রিল কেটে বারান্দার খোলা দরজা দিয়ে চোরদল ভেতরে প্রবেশ করে। এসময় তারা একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর, চারটি পেনড্রাইভ ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায়। এরমধ্যে একটি পেনড্রাইভে ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিক ডাটা সংরক্ষিত ছিলো। সোমবার সকালে অফিসের স্টাফরা ভিসা আবেদন কেন্দ্রে আসার পর চুরির বিষয়টি তাদের নজরে আসে। পরে বিষয়টি পুলিশটি অবহিত করাসহ ভিসা সেন্টারের ইনচার্জ সবুর আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে ভারতীয় ভিসা সেন্টারে চুরির ঘটনার পর শহরের বিরাসার, ঘাটুরা, ভাদুঘর ও শিমরাইলকান্দি শেখ হাসিনা সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) আসলাম হোসাইন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকাল ৯টার পর ভিসা আবেদন কেন্দ্র থেকে আমাদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই কাজ শুরু করেছে। শহরের চারটি স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা দ্রুত সময়ে চুরির রহস্য ও চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আরো পড়ুন