ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেলো চারজনের

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ঢাকা-সিলেট মহাসদকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে এবং আরেকজনের মরদেহ উদ্ধার করে স্বজনরা নিয়ে গেছেন। তবে নিহতদের কারোরই নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে জেলার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দু’টো মোটরসাইকেল এবং সিনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা।
ঘটনার প্রত্যক্ষদর্শী কাজী মো. মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি জানান, বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় ঢাকামুখী মোটরসাইকেল ও মাধবপুর অভিমুখী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঢাকামুখী আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। হাইওয়ে থানা পুলিশ এসে সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করে। পরে আরো একজন মারা যায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, ‘তিনজনের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরে একজনের লাশ তার আত্মীয়রা নিয়ে গেছে বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।’

 

আরো পড়ুন