ব্রাহ্মণবাড়িয়ার জয়িতা তাসলিমা নিশাত
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার জয়িতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯ সনে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে তাকে জেলা পর্যায়ে জয়িতা নির্বাচন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আহমেদ স্বাক্ষরিত একপত্রে এই নির্বাচনের বিষয়টি জানানো হয়েছে।
জয়িতা নির্বাচিত হওয়ায় বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে সংবর্ধনা দেয়া হবে। আইনপেশায় নিযুক্ত নিশাত ব্রাহ্মণবাড়িয়ার অবহেলিত নারী ও প্রতিবন্ধীদের জন্যে সার্বক্ষনিক কাজ করছেন। পারিবারিক কলহে অসহায় নারীদের আইনী সহায়তা প্রদান, দরিদ্র নারীদের ভাগ্য পরিবর্তনে তার ভূমিকা অসামান্য।
জানা যায়, বিগত ২০১৪ সালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের রিষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের জীবন বদলে দিতে সক্ষম হন তিনি। সেখানে গড়ে তুলেন স্থায়ী প্রশিক্ষন কেন্দ্র গড়ে। যাতে নিয়মিত প্রশিক্ষণ গ্রহন করে ৫০ জনেরও বেশী নারী নিজের জীবন বদলাতে সক্ষম হয়েছেন। রিষিপাড়ার ৩৭৫টি পরিবারের প্রত্যকটি থেকে একজন করে প্রশিক্ষিত করা হয়। এছাড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে এক হাজারেরও অধিক সংখ্যক নারী প্রশিক্ষিত হন তাসলিমা সুলতানা নিশাতের উদ্যোগে। জাতিসংঘের ইউএন উইম্যান এবং ইউএন সিডিএফ প্রতিনিধিদল ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধি দল তার এসব কাজের ভূয়সী প্রশংসা করেছেন। নারী উন্নয়ন ফোরামের প্রকল্প ‘অপারিজতা’র জন্যে বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী পুরস্কার অর্জন করেন। প্রতিবন্ধীদের সেবায়ও দীর্ঘ সময় ধরে নিয়োজিত রয়েছেন এই নারী নেত্রী। সুইড বাংলাদেশ পরিচালিত আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল’র প্রতিষ্ঠাকাল থেকে ১৫ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে সুইড বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক। এছাড়াও ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন হুইল চেয়ার ক্রিকেট টিম,ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টিমের উপদেষ্টা তাসলিমা সুলতানা নিশাত।
অ্যাডভোকেট তাসলিমা সুলতানা নিশাত জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১৯৮৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তিনি আওয়ামী রাজনীতির সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত হন। ব্রাহ্মণবাড়িয়ার নারীদের ক্রীড়া বিকাশে তার বিশেষ অবদান রয়েছে। তিনি নারী সাংবাদিকতায় ফেলোশীপ প্রাপ্ত। ‘সালমা সোবহান ফেলোশীপ (ই-মিডিয়া) ব্যাচ-২০০৭ অর্জন করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার পাঠকপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক গতিপথ’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নারী উদ্যোক্তা হিসেবে এ বছরের ৮ মার্চ জাতীয়ভাবে দি বিজনেস ষ্ট্যান্ডার্ড প্রদত্ত ‘আনষ্ট্যাপেবল ওম্যান এওয়ার্ড’ লাভ করেন। নানা ক্ষেত্রে সাফল্যজনক কর্মকাণ্ডের জন্যে নিশাত বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র স্বেচ্ছাসেবক হিসেবে ২০০৩ সালে ভারত এবং ২০০৫ সালে অষ্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, সিডনী ও সিঙ্গাপুর সফর করেন। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং অষ্ট্রেলিয়ার সিডনী ও মেলবোর্ন সফর করেন। স্থানীয় সরকারের কার্য্যক্রম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণে ২০১৬ সালে গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় শ্রীলংকা ও ভারতের কেরালা সফর করেন। ব্যক্তিজীবনে অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এক কন্যা সন্তানের জননী