ব্রাহ্মণবাড়িয়ায় ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
‘মাঘের শিতে বাঘ পালায়’ প্রবাদের এই কথাটির মতোই ব্রাহ্মণবাড়িয়া জেলায় জেঁকে বসেছে শিত। মাঘ মাসের শুরুতেই এই জনপদে শিতের তীব্রতা বেড়েছে। শিতের তীব্রতার সাথে পাল্লা দিয়েই যেন বেড়েছে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ। রোগিদের পদচারণায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মুখরিত। শীর্ষে রয়েছেন নারী, শিশু ও বয়স্ক মানুষ। তাদের বেশিরভাগই নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত।
সরেজমিন প্রত্যক্ষ করে দেখা গেছে, নিত্যদিনই বাড়ছে জাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ইনডোর ও আউটডোরে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। বহির্বিভাগে প্রতিদিন প্রায় তিনশ’ থেকে চাশ’ রোগী চিকিৎসা নিচ্ছে। ঠাণ্ডাজনিত কারণে প্রতিদিন গড়ে ২০/৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৪০ জন, শিশু বিভাগের ভর্তি রয়েছেন ৬৫ জন।
ব্রাহ্মণবাড়িয়া জেনালের হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ শওকত হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিত বৃদ্ধি পেলে ঠাণ্ডাজনিত রোগ বালাইর প্রাদুর্ভাব ঘটে, এটি আবহাওয়াজনিত। হাসপাতালে রোগি যেমন আসছে, তেমনি এসবের এ্যান্টিবায়োটিক, স্যালাইনসহ অন্যান্য ওষুধও পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। দায়িত্বরত চিকিৎসকেরা নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।