ভরাসারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিনিধি।।
গতকাল ২৮ সেপ্টেম্বর রোববার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইন্জি : এরশাদ গার্লস হাই স্কুল মিলনায়তনে সংগঠনের আহবায়ক সাংবাদিক মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডা: কাজী ইসরাত জাহান, এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য), এফ সি পি এস (সার্জারি) এফএসিএস (আমেরিকা), জেনারেল ও অনকোপ্লাস্টিক বেস্ট সার্জারি স্পেশাল ইন্টারেস্ট ইন পাইসল সার্জারি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেল। আর বক্তব্য রাখেন ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জহুরুম মেধা খানম, বিশিষ্ট সমাজ সেবক হারুন অর রশিদ, সংগঠনের সদস্য আফতাফুল ইসলাম।
সঞ্চালনায় বিদ্যালয় সহকারী শিক্ষক ওমর ফারুক ছায়েম।
উল্লেখ্য, তিনি মহিলা রোগী, স্কুলের শিক্ষিকা,শিক্ষার্থীসহ প্রায় ২ শতাধিক রোগীর চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন।
