মাইনোরিটি মেজোরিটি মানি না-ইয়াছিন


প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন,আমি মাইনোরিটি ও মেজোরিটি এসব মানি না। মাইনোরিটি বলে অন্যকে খাটো করা হয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই মিলে আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। রবিবার সন্ধ্যায় নগরীর ধর্মসাগরপাড়ে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,অনেকে বলেন রাজনৈতিক কারণে এর উপর ওর উপর হামলা হয়েছে। আমি বলবো-তা সঠিক নয়। এগুলো কিছু ধান্দাবাজ মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য করে থাকেন।

inside post

তিনি ভালো মানুষের বিষয়ে বলেন,আমি বিশ্বাস করি দেশে ভালো মানুষের সংখ্যা বেশি। খারাপ মানুষের সংখ্যা শতকরা একভাগ। তবে তারা সংগঠিত। তাই ভালো মানুষদের খারাপ মানুষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে খারাপরা লেজ গুটিয়ে পালাবে। তার উদাহরণ ৫আগস্ট। বিবেকবান মানুষ রাজপথে নামায় অস্ত্রবাজরা পালিয়ে গেছে। আমরা চাই রাজনীতি হোক দেশ ও মানুষকে ভালোবাসার জন্য। আমরা সুন্দর কুমিল্লা গড়তে একসাথে কাজ করবো।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু,সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,মহেশ চ্যারিটেবল ট্রাস্টের টাস্টি শ্যামল কৃষ্ণ সাহা,হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন রায়,সাধারণ সম্পাদক তাপস বকসী,পূজা উদযাপন পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, মহিলা সম্পাদক ডা. বনশ্রী সাহা ও বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ সাহা প্রমুখ।

আরো পড়ুন