মায়াজালে বন্দি


মনোয়ার হোসেন রতন।
 
 আমার সোনার বাংলায়
 সাধারণ মানুষ মায়াজালে বন্দি হয়ে,
 হয়েছে ভিখারি। আর তথাকথিত রাজনীতিবিদ সুবিধাবাদীরা হয়েছে ডাকাত।
 পরিশেষে জীবনের সমাপ্তি টেনেছে আবর্জনাস্তূপে, জেলে কিংবা ফাঁসির মঞ্চে,
 এরই মধ্যে দেশ হয়েছে বিধ্বস্ত
 মানুষ হয়েছ
বিপন্ন।
 বিপন্ন।
গণতন্ত্র হয়েছে লাঞ্ছিত,
 ভূমি হয়েছে বিরান।
 									 
			