মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে কেনাডা— বাংলাদেশ শিক্ষা ট্রাস্টের সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন।
ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের সভাপতি রোটা. আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জন করাই নয়, শিক্ষার মাধ্যমে একজন মানুষের পরিপূর্ণ মানবিক ও আত্মার উন্মেষ ঘটে। একজন মানুষের অস্তিত্ব টিকে থাকার জন্য প্রয়োজন সু—শিক্ষা, পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে।
প্রধান অতিথি অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন তাঁর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের তোমরা যাতে দেশের নেতৃত্ব দিতে পার, নিজেদেরকে এমনভাবে যোগ্য ও দক্ষ হয়ে উঠতে হবে। নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এ.কে.এম হুমায়ন কবীর, মো. গিয়াস উদ্দিন, মোহাম্মদ মহসীন, মো. মীর হেসেন, গোলাম মোহাম্মদ, মোহাম্মদ আজিজুল হক তালুকদার, মোহাম্মদ শাহাদাত হোসেন, আবু ছালেহ মোহাম্মদ মাছুম বিল্লাহসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।-প্রেস বিজ্ঞপ্তি।
