মেয়াদোত্তীর্ণ সুজি দিয়ে ব্র্যান্ডের মিষ্টি!


উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়াদোত্তীর্ণ সুজি ব্যবহার করে মিষ্টি তৈরি, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ, দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে চৌদ্দগ্রাম বাজারের বহুল পরিচিত “লোকনাথ মিষ্টি বিতান” এ।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে পৌর স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় অভিযানে লোকনাথ মিষ্টি বিতানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পৌর স্যানেটারি ইন্সপেক্টর ইমাম হোসেন সজিব জানান, মিষ্টি দোকানটিতে মেয়াদোত্তীর্ণ সুজি ব্যবহার করে মিষ্টান্ন তৈরি, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত, খাবার তৈরির পর ঢেকে না রাখার কারণে খাবারে মাছি বসছে। সেই অবস্থায় জনসাধারণকে উক্ত খাদ্যদ্রব্য বিক্রয় করা, দই প্রস্তুত করা হলেও এতে কোন উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ লিখা না থাকা, ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় দই সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, অভিযান শেষে মেয়াদোত্তীর্ণ সুজির প্যাকেটসমূহ ধ্বংস করে রিপোর্ট প্রদানের জন্য স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।