`যানজট নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ’

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক 

inside post
প্রতিবেদক।।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেছেন, কুমিল্লায় যানজটের কারণে জনভোগান্তি বেড়েছে। এর থেকে পরিত্রাণ পেতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। বাইরে থেকে শহরে প্রবেশের ৭টি মুখে বাড়তি অটোরিকশা আটকাতে হবে। এ ব্যাপারে অটোরিকশা শ্রমিক দলের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। তারা সহমত প্রকাশ করেছেন। জেলা প্রশাসন, জেলা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের সমন্বয়ে খুব শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে। রবিবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার আরও বলেন, কুমিল্লায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বড় ধরনের কোনো অঘটন ঘটে নি। কুমিল্লায় জনভোগান্তির আরেকটি কারণ হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা চালু থাকলেও লাগামহীনভাবে দ্রব্যমূল্য বেড়েই চলেছে। এ বিষয়টি আরো আন্তরিকভাবে পর্যবেক্ষণ প্রয়োজন। ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখা প্রয়োজন। নয়তো উচ্ছেদের পরপরই আবারও দোকানপাট বসে যায়। সংবিধান সংস্কার প্রশ্নে পরিসংখ্যান ব্যুরোর অধীন যে জনজরীপ চলছে তাতে জরীপকারীদের নিজস্ব পরিচয় পত্র সাথে থাকতে হবে। নয়তো এ সুযোগ নিয়ে কেউ কেউ জনগণকে হয়রানি করতে পারে। কিংবা ডাকাতির ঘটনাও ঘটাতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বন করতে হবে।
বক্তব্য রাখেন নব যোগদানকারী পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান।তিনি বলেন, কুমিল্লায় যানজট, হাইওয়ে চাঁদাবাজী ইত্যাদি বিষয়ে ইতোমধ্যে অবগত হয়েছেন। এ দুটি ক্ষেত্রের সমাধান লক্ষে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
সভায় জানানো হয়,  গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে কুমিল্লায় গুরুতর অপরাধের ঘটনা অনেকটা কমেছে। বেড়েছে ধর্ষণের ঘটনা। অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে ধর্ষণের ঘটনা বেড়েছে ৪টি। অক্টোবরে এ ঘটনা ঘটেছে ৮টি। নভেম্বরে ঘটেছে ১২টি।
অক্টোবরের তুলনায় নভেম্বরে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে বলে সভায় জানানো হয়। সভায় ভারতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও মাদকের চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা নাসিমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব, সওজ এর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, নব যোগদানকারী সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুবসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।
সভার শুরুতে বিগত আইন শৃঙ্খলা কমিটি সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
আরো পড়ুন