যুব সম্মেলন ঘিরে চৌদ্দগ্রাম জামায়াতের যত প্রস্তুতি
উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
প্রথমবারের মতো যুব সম্মেলন আয়োজন উপলক্ষে প্রস্তুতি নিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। আগামী ২১ ডিসেম্বর চৌদ্দগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডাঃ আবুদুল্লাহ মুহাম্মদ তাহের। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম ও মাওঃ আবুল হাসনাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। সম্মেলন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা জুড়ে লাগানো হয়েছে ব্যানার পোস্টার। বিলি করা হচ্ছে প্রচারপত্র। উপজেলার বিভিন্ন পর্যায়ে হচ্ছে প্রস্তুতি সভা। কর্মীসমর্থকরা মোটর শোভাযাত্রা ও মিছিল করছেন। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় পৌর জামায়াত এ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বিশাল মিছিল করে। ১৮ ডিসেম্বর সকালে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে দলটির নেতাকর্মীরা।