লঞ্চে গর্ভবতীকে চিকিৎসা সহায়তা

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর #

চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে লঞ্চের যাত্রী গর্ভবতী মহিলা চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের মেডিকেল টিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ২২ সেপ্টেম্বর সোমবার জনৈক এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে ‘‘মিতালি-৭’’ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

মঙ্গলবার মধ্যরাত ১২ টার দিকে লঞ্চটি চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে গর্ভবতী মহিলার শ্বাসকষ্ট শুরু হলে জীবনের ঝুঁকি দেখা দেয়। রোগীর নিকট আত্মীয় কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম তৎক্ষণিক অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে ওই লঞ্চে গমন করে। এরপর মেডিকেল টিম ওই মহিলাকে অক্সিজেন প্রদান করে এবং সদরঘাটে পৌঁছে দেয়।

জনগণের সেবায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

এদিকে ওই গর্ভবতী নারির সঙ্গে থাকা স্বজনরা কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

inside post
আরো পড়ুন