লরির ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

 

inside post

অফিস রিপোর্টার।।

কুমিল্লার চৌদ্দগ্রামে লরির ধাক্কায় মোঃ ফরহাদ হোসেন(২০) নামের এক যুবক নিহত হয়েছেন। ফরহাদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম দক্ষিণ পাড়ার জামাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফরহাদ মোটর সাইকেল নিয়ে চৌদ্দগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নানকরা এলাকায় মহাসড়কে একটি লরির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন ফরহাদ। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

ফরহাদ হোসেনের মামা জয়নাল আবেদীন বলেন, ‘ফরহাদকে গত ১৫ দিন আগে মোটর সাইকেল কিনে দেওয়া হয়েছিল। এর মধ্যে সে দুর্ঘটনা কবলিত হয়ে আহত হওয়ার পরে মোটর সাইকেলটি লুকিয়ে রাখা হয়। বৃহস্পতিবার সকালে লুকিয়ে রাখা মোটর সাইকেলটি বের করে চৌদ্দগ্রাম আসার পথে দুর্ঘটনায় মারা যায়’।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, ‘নিহত ফরহাদের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে ফরহাদকে চাপা দেওয়া লরিটি জব্দ করা হয়েছে। চালক এবং হেলপার পালিয়ে যায়’।

আরো পড়ুন