নুরের উপর হামলায় চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি।।

inside post

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার এলাকা পদক্ষিণ করে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের ইসলামিয়া সুইটস এর সামনে থেকে শুরু করে মিছিলটি হায়দার মার্কেটে এসে শেষ হয়। মিছিল পরবর্তী বক্তৃতায় দলের নেতারা ২৪ ঘন্টার মধ্যে হামলায় জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিউৎসাহী সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবী জানায়। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধে বিভিন্ন শ্লোগান ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে।

এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি এই এম তামজিদ, সাধারণ সম্পাদক এমডি মুজিব, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক শরিফুল হক, কুমিল্লা জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নিজাম বাঙালি, যুব অধিকার পরিষদ সহ-সাংগঠনিক সম্পাদক শান্ত মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এমডি ওমর ফারক, কবির খান প্রমুখ।

আরো পড়ুন