লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে পৃথক স্থানে বিদ্যুৎ স্পৃষ্টে শিশু মাহি ও ব্যবসায়ী সামছুর রহমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ মাহির খালু গোলাপ হোসেন জানান, নিহত মোহাম্মদ মাহি রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে। সকালে পরিবারের সদস্যরা ঘরে নাস্তা খাচ্ছিলেন। এ সময় মোহাম্মদ মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মোটরের সাথে আটকে যায়। তার বড় বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। মাহিকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

inside post

অপরদিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎ স্পর্শে মোঃ সামছুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে ওই ব্যবসায়ীর মুদি ও চা দোকানের পেছনে এ ঘটনা ঘটে।
দোকানের পাশের বাড়ির জাহাঙ্গীর আলম জানান, নিহত সামছুর রহমান ওই ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটো রিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামছু বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন