শহীদদের ছবি নিয়ে শোভাযাত্রা
মোহাম্মদ শরীফ।।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কুমিল্লায় শোভাযাত্রা ও র্যালি করেছে বিএনপি। দেবিদ্বারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে শোভাযাত্রায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের ছবি নিয়ে অংশ গ্রহণ করেন উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজবিউল আহসান মুন্সী। মঙ্গলবার পুলিশ লাইন-ফৌজদারী মোড় হয়ে নানা শ্লোগানে নগরীর টাউন হল মাঠে যোগ দেয় র্যালিটি। এসময় অসংখ্য নেতাকর্মীদের অংশগ্রহণে মুখরিত হয় রেজবিউলের শোভাযাত্রা। আন্দোলনে নিহত শহীদদের বিচার দাবিতে নানান শ্লোগান দেন নেতাকর্মীরা। দুই হাতে বাংলাদেশ ও বিএনপির পতাকা নিয়ে শোভাযাত্রার নেতৃত্ব দেন রেজবিউল আহসান মুন্সী। শহীদদের ছবি নিয়ে শোভাযাত্রার বিষয়ে তিনি বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে এদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে, তাঁদের রক্ত আমরা বৃথা যেতে দিবো না। দেবিদ্বারের প্রত্যেকটি শহীদ পরিবার যেন বিচার পায়, আমরা সে লক্ষ্যে কাজ করছি। এরই সাথে প্রতিটি শহীদ পরিবারের খোঁজ রাখছি ও সহায়তা অব্যাহত আছে।’
রেজবিউল আহসান মুন্সী আরো বলেন, ‘বিএনপির কান্ডারী শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশনায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছি আমরা। দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে কুমিল্লা বিভাগীয় শোভাযাত্রায় দেবিদ্বারের অসংখ্য মানুষ যোগ দিয়েছেন।’