‘সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে’

অজিত গুহ মহাবিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

inside post

 

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অনার্স ভবনে স্নাতক চতুর্থ বর্ষের সাত বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শরীফুল ইসলাম বলেন, শিক্ষা মানুষের  মানবিক গুণাবলীকে জাগ্রত করে। তাই জীবনের যেকোনো পর্যায়ে সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বাংলা বিভাগের বিদায়ী শিক্ষার্থী মো. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানসহ সাত বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক এবং বিদায়ী শিক্ষার্থীদের অনেকেই অনুভূতি প্রকাশ ও স্মৃতিচারণ করেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন