সেই প্রতিবন্ধী দেলুকে দোকানের মালামাল উপহার

কুমিল্লা শহরতলীর বারপাড়া এলাকার শারিরীক প্রতিবন্ধী দেলোয়ার হোসেন দেলুর দোকানটি চুরি হয়ে যায়। এতে তিনি বিপাকে পড়েন। তার পাশে দাঁড়িয়েছেন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটন। সংগঠনটির পক্ষ থেকে সোমবার তাকে দোকানের মালামাল উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মেট্রোপলিটনের প্রতিষ্ঠাতা সচিব ও সাবেক সভাপতি কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সাবেক সভাপতি এপে. গোলাম মোস্তফা, এপে. জাফরুল হাসান,
এপে. মো. আবদুস সামাদ, বর্তমান সহ সভাপতি হানিফ মোছাব্বির, সাধারণ সম্পাদক হাসান ভূইয়া। তারা
বিস্কুট, চানাচুর, ঝালমুড়ি, ড্রাই ক্যাক, বুট, ডাল বুট, এনার্জি বিস্কুট, তিন ধরনের চকলেট বক্স, তিন ধরনের চিপসসহ মালামাল উপহার দেন।-প্রেস বিজ্ঞপ্তি।

inside post
আরো পড়ুন