অটোরিক্সা চালকের ঘুষিতে অপর চালক নিহত

প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় এক অটোরিক্সা চালকের ঘুষিতে ছফিউল্লাহ (৪৫) নামের অপর এক চালকের মৃত্যু হয়েছে। চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারে ওই ঘটনা ঘটে। সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছফিউল্লাহ ছবু একই ইউনিয়নের মেহার গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। হামলাকারী চালক অলিউল্লাহ একই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
নিহতের স্ত্রী তাহমিনা আক্তার জানান, গত কয়েকদিন পূর্বে আমার স্বামী বাড়ির পাশের কাঁচা রাস্তায় অটোরিক্সা রাখায় আমার স্বামীর সাথে ঝগড়া হয় অটোচালক অলি উল্লাহর। ওই ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় আমার স্বামী বদরপুর বাজারে আসলে তাকে মারধর করে অলিউল্লাহ। আহতাবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. সাহাবুদ্দীন খাঁন জানান, নিহতের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হামলাকারী স্ব-পরিবারে আত্মগোপন করায় আটক করা সম্ভব হয়নি।