অটো রিকশার সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর মৃত্যু 

 

আমোদ প্রতিনিধি।  
কুমিল্লায়  একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ হাসান। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোমতীনদীর আইল দিয়ে সীমান্তবর্তী সূবর্ণপুর গ্রামে যাওয়ার সময় কুমিল্লা শহরমূখী একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে জালুয়াপাড়া এলাকায় মোটরবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সে গুরতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার বেলা ২ টায় সে মারা যায়।
বিষয়টি নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম বলেন,  দুর্ঘটনার খবর শুনেছি।  এক যুবকের মৃত্যুর কথা শুনেছি।