অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে– পঙ্কজ দেবনাথ এমপি

 

অফিস রিপোর্টার।।

বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ^াস করে না , তারাই আজ ইন্ধন যোগাচ্ছে। তাই এখন সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। কারণ এদেশ আমাদের। এদেশে আমরাই থাকবো।
মঙ্গলবার কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ে পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি পঙ্কজ দেবনাথ এমপি কথা বলেন।
এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে সহিংসতায় ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করেন। এছাড়াও প্রতিটা পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় কুমিল্লা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।