আখাউড়ায় ট্রেনের কাটায় যুবকের মৃত্যু

 

 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
পূর্বাঞ্চলীয় রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে আবু নাঈম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনের পশ্চিম কলোনি এলাকার রেল লাইনের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু নাঈম (২০) পার্শ্ববর্তী কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের পশ্চিম কলোনি এলাকার রেল লাইনের পাশ থেকে নাঈমের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’