আমোদ প্রতিষ্ঠাতা সম্পাদকের জন্মদিনে দোয়ার আয়োজন

 

অফিস রিপোর্টার।।
দেশের প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার বাদ আছর কুমিল্লা নগরীর বাগিচাগাঁও বড় মসজিদে মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ এই দোয়ার আয়োজন করে। দোয়ার অনুষ্ঠানে মোহাম্মদ ফজলে রাব্বীর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া মোহাম্মদ ফজলে রাব্বীর নাতি ওয়াসিফ আমিনের সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবুল হাসান রাজাপুরী। এ সময় উপস্থিত ছিলেন সংসদের সভাপতি ডা. গোলাম শাহজাহান, বিশিষ্ট সংগঠক জামিল আহমেদ খন্দকার, সংসদের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ মাওলানা আবু হানিফ মজুমদার ও মাওলানা মো. সোলায়মানসহ স্থানীয় মুসল্লিরা।