আশুগঞ্জে ট্যাঙ্কলরির চাপায় শিশু নিহত 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
পদ্মা অয়েল কোম্পানীর তেলবাহী ট্যাঙ্কলরির চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই বছরের শিশু সুমন মিয়ার। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সার কারখানা সড়কের চরচারতলা মাদ্রাসার সামনে ঘটে এই দুর্ঘটনা। নিহত শিশু সুমন হোটেলের শ্রমিক আবু বক্করের ছেলে। 
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার চরচারতলা সার কারখানা সড়কের পাশে হিলার বাড়িতে ভাড়া বাসায় থাকেন হোটেল শ্রমিক আবু বক্কর মিয়া। বুধবার বিকেলে বাড়ির নিকটস্থ সড়কের পাশে দাঁড়িয়ে সমবয়েসীদের সাথে খেলা করছিলো শিশু সুমন। ওই সময়ে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন স্থানে আশুগঞ্জ সার কারখানা থেকে বিওসি ঘাটের পদ্মা ওয়েল ডিপোগামী বেপরোয়া গতির তৈলবাহী একটি ট্যাঙ্কলরি চাপা দিলে শিশু সুমন ঘটনাস্থলেই নিহত হয়।
আশুগঞ্জ থানার পরিদর্শক (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পদ্মা অয়েল কোম্পানীর ট্যাঙ্কলরির ধাক্কায় দুই বছরের শিশু নিহতের ঘটনায় পরিবার কোনো মামলা করতে রাজি হয়নি।’