এক সাথে বিরিয়ানি খাচ্ছেন দুই প্রার্থী!
আরো পড়ুন:
মোহাম্মদ শরীফ।
কুমিল্লা সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন চলছে। এতে প্রার্থীতা করছেন তিনজন। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ভোট কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে ভোট দিতে আসতে দেখা যায় ভোটারদের। কুমিল্লা হাইস্কুলে নারী ভোটার ও রেয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোটাররা ভোট প্রদান করেন।
কেন্দ্রের গেইটে দাঁড়িয়ে ভোট দিতে আসা নাগরিকদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করেন ভোট প্রার্থীরা। নিজের পাল্লায় ভোট নিতে এ যেন ছিল কুশল বিনিময়ের প্রতিযোগিতা।
তবে দুপুরে দেখা গেল ভিন্ন চিত্র। দুই প্রার্থী সৈয়দ রায়হান খান ও মো আনোয়ার হোসেন মিঠু দুপুরের খাবার খেতে বসেন এক সাথে। রেয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলকনিতে বসে দুই প্রার্থী বিরিয়ানির খান।
দুই প্রার্থী জানান, আমাদের মাঝে ভোটের প্রতিযোগিতা থাকলেও সু-সম্পর্ক বিদ্যামান।
প্রসঙ্গত, সৈয়দ রায়হান আহমেদ ট্রাক্টর ও আনোয়ার হোসেন মিঠু মিষ্টি কুমড়া প্রতীকে নির্বাচন করছেন।
উল্লেখ্য, সাবেক কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটুর মৃত্যুতে আসনটি খালি হয়।