এতিম শিশুদের পাশে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ

 

অফিস রিপোর্টার।।

এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ। বুধবার এতিম শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন যুবলীগ নেতৃবৃন্দ। কুমিল্লা সদর উপজেলার শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু, যুবলীগ নেতা গাজী মনির, মোঃ জালাল উদ্দিন, গোলাম ফারুক রুবেল,সেলিম, আক্তার হোসেন, রাসেল ও শরীফসহ আরো অনেকে।

দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিলের আহ্বানে আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম গ্রহণ করছি। তার ধারাবাহিকতায় বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণের আগে বঙ্গবন্ধু,মাননীয় প্রধানমন্ত্রী,দেশের সকল শহীদ ও যুবলীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের জন্য দোয়া করা হয়।