এমপি বাহারকে ভিক্টোরিয়ার নতুন উপাধ্যক্ষের ফুলেল শুভেচ্ছা

 

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযুদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভিক্টোরিয়া সরকারি কলেজের নব-নিযুক্ত উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী। বুধবার সংসদ সদস্যের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের শিক্ষকরা।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউনুস মিয়া প্রমুখ।

গত ২৮ নভেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. শ্রীকান্তকুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর আগে তিনি লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।