কুমিল্লাকে দুবাই মনে হচ্ছে- ক্রিকেটার নাসির হোসেন

কাউন্সিলর কাপ টি২০ ক্রিকেট টূর্ণামেন্ট খেলতে কিং কোটবাড়ী টুয়েন্টি থ্রি টীমের হয়ে কুমিল্লায় এসেছেন জতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। বৃহস্পতিবার মাঠে নামার আগে আমোদ প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। এক প্রশ্নের জবাবে কুমিল্লা সম্পর্কে জাতীয় দলের এই সাড়া জাগানো ক্রিকেটার বলেন, ‘কুমিল্লা দেখে বেশ ভাল লেগেছে। অনেক পরিবর্তন এসেছে।

 

আমার কাছে কুমিল্লাকে দুবাই দুবাই মনে হচ্ছে। আশা করছি এই আয়োজনের মাধ্যমে ভাল কিছু হবে।’ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নাসির হোসেনের দল কিং কোটবাড়ী মোকাবেলা করে গ্লেডিয়াটরস অব টেনের। শুরুতে ব্যাট করতে নেমে ইলিয়াস সানির গ্লেডিয়াটরস ২০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে নাসিরের কিং কোটবাড়ী ১২৯ রানে থেমে যায়। নাসির হোসেন ব্যাট হাতে ৩ রান করেন। বোলিংয়ে ২ ওভারে একটি ইউকেট তুলে নেন ।