কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ আসামি আটক
আমোদ ডেস্ক।।
আরো পড়ুন:
কুমিল্লার চৌদ্দগ্রামে ভারতীয় সীমান্তে একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও মাদকসহ একাধিক মামলার এক আসামিকে আটক করা হয়েছে। আসামি মো. মানিক (৩৪) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া গ্রামের সামসুল হকের ছেলে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ কাইছুটি নামক স্থান থেকে তাকে আটক করা হয়। বৃধবার বিকেলে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ গোলাম ফজলে রাব্বি তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, ভোরে তাকে আটক করা হয়। অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারের পর আসামিকে চৌদ্দগ্রাম থানায় হস্তাস্তর করা হয়েছে।