কুমিল্লায় এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

 

অফিস রিপোর্টার।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় এতিমদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া শেষে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়। বোরবার কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় আঞ্জুমানে মফিদুল ইসলাম এতিমখানায় এই আয়োজন করা হয়। দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু এই আয়োজন করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা মোঃ জালাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম সুমন,মোঃ নাজমুল হক,মো. আক্তার হোসেন, মোঃ মুরাদ,মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাকিবুল হাসান, মোঃ রবিউস সানি ও ইরফান প্রমুখ।