কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ মামলায় স্বামী ও উকিল বাবার যাবজ্জীবন
আরো পড়ুন:
প্রতিনিধি।
কুমিল্লায় ধর্ষণ মামলায় স্বামী ও উকিল বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
তারা হলেন জেলার সদর উপজেলার ধনুয়াখলাগ্রামের মিয়াজী বাড়ির নুরুল ইসলাম (৩৩) ও একই উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রহমান (৫৫)।
মামলার রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
দুই জনের যাবজ্জীবনের পাশাপাশি নুরুল ইসলামকে ১০ হাজার ও আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ১০ হাজার টাকার জন্য নুরুল ইসলাম তার স্ত্রীকে উকিল শ্বশুর আবদুর রহমানের কাছে বিক্রি করেন। ২০২০ সালের ১ সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যায় স্বামী নুরুল ইসলাম তার স্ত্রীর হাত পা চেপে ধরে। আবদুর রহমান ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।