কসবায় সিএনজিতে বস্তাভর্তি গাঁজাসহ যুবক আটক

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
সিএনচালিত অটোরিকশার ভেতরে বস্তা। যেনো পারিবারিক নিত্যপণ্য। অথচ বাস্তবে বস্তাভর্তি ছিলো ভারতীয় গাঁজা! গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ মাঝপথে সিএনজি আটকে তল্লাশী চালিয়ে উদ্ধার করেন ৫০ কেজি ভারতীয় গাঁজা। রাব্বী খাঁ নামের যুবককে আটকসহ জব্দ করা হয় পাচার কাজে ব্যবহৃত সিএনজিটিকেও। এই ঘটনায় দায়ের করা হয় মামলা। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এলাকার।
কসবা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজিযোগে বস্তাভর্তি করে ভারতীয় গাঁজা পাচারের সংবাদে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ঈদগাহ মাঠের পাশে অভিযান চালিয়ে উপজেলা সদরের আকছিনা গ্রামের মো. গোলাফ খাঁর ছেলে মো. রাব্বী খাঁ (২৮) কে আটক করা হয়। এসময় সিএনজিতে তল্লাশি চালিয়ে দুই বস্তায় রাখা ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গাঁজা এনে বিক্রি করতেন আটক রাব্বী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে।