কুমিল্লায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ
আমোদ প্রতিনিধি।।
আরো পড়ুন:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে ছিলো, খাবার বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। সোমবার নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন- উর রশীদ ইয়াছিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আমীরুজ্জামান আমীর, রেজাউল কাইয়ুম, সফিউল আলম রায়হান ও সারোয়ার জাহান দোলন প্রমুখ।